Wellcome to National Portal
Main Comtent Skiped

Mission and Vision

সেকশন-১

ফুলপুর উপজেলার রূপকল্প (Vision), অভিলÿ্য (Mission),কৌশলগত উদ্দেশ্যসমূহ এবং কার্যাবলী

 

  1. রূপকল্প (Vision):

 

ফসলের টেকসই ও লাভজনক উৎপাদন।

 

১.২ অভিলÿ্য (Mission):

টেকসই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণের লÿÿ্য দÿ, ফলপ্রসু, বিকেন্দ্রীকৃত, এলাকানির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণির কৃষকের প্রযুক্তি জ্ঞান ও দÿতা বৃদ্ধিকরণ।

 

১.৩ কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives):

  1. ফসলের  উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি।
  2. সম্প্রসারণ কর্মী এবং কৃষকদের জ্ঞান ও দÿতা উন্নয়ন।
  3. কৃষি উপকরণের সহজলভ্যতা ও যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ।
  4. মাটির স্বাস্থ্য সুরÿায় ব্যবস্থাপনার উন্নয়ন ও রÿণাবেÿণ।

 

 

  1. কার্যাবলী (Functions):

 

  • কৃষি সম্প্রসারণ কর্মী ও কৃষকদের প্রযুক্তিগত জ্ঞান ও দÿতা বৃদ্ধির মাধ্যমে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ।
  • গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় জোরদারকরণ।
  • আধুনিক প্রযুক্তির উপর সম্প্রসারণ কর্মীদের প্রশিÿণ প্রদান।
  • কৃষি উপকরণের (সার, বীজ ও বালাইনাশক) সরবরাহ নিশ্চিতকরণ।
  • মাটির স্বাস্থ্য সুরÿায় জৈব ও সুষম সার ব্যবহার নিশ্চিতকরণ।
  • সেচ এলাকা বৃদ্ধি এবং পানি সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিতকরণ।
  • শস্য বিন্যাসে ডাল,তেল, মসলা, ভূট্টা ও সবজী জাতীয় ফসল অমর্ত্মভূক্তির মাধ্যমে শস্যের বহুমুখীতা ও নিবিড়তা বৃদ্ধিকরণ।